উষ্ণ হোক সবার শীত…

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছোট বেলার বইতে লিখা ছিল, বাংলাদেশের বায়ু নাতিশীতোষ্ণ। কিন্তু এই সময়ে এসে সবকিছুর সাথে আমাদের প্রকৃতিও যেন পাল্টে গেছে। বাংলাদেশে এখন আর ষড়ঋতু কিংবা নাতিশীতোষ্ণ বায়ু কোনটিই নেই। জলবায়ু পরিবর্তনের কুফল গুলো হয়ত আমাদের উপরই বেশী স্পষ্ট হয়েছে। এখানে এখন গ্রীষ্ম যেমন মরুর দাবদাহ নিয়ে হাজির হয়, তেমনি শীতও আসহায় মানুষের উপর খড়গ হয়ে নামে।

গতবছরের কথাই চিন্তা করি, স্বরণকালের সেরা শীত কেঁপেছিল এই জনপথ।
দেশের ইতিহাসের সর্বনিন্ম তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ৯ জানুয়ারী, ২০১৪ এই রেকর্ড করা শীত একরাতেই কেড়ে নিয়েছিল ৪৬টি প্রাণ। আমরা বাঁচাতে পারিনি ওদের, কারণ আমরা প্রস্তুত ছিলাম না। (বিস্তারিত…)

পথশিশুদের ঈদ উৎসব ২০১৪।

রমযান মাস এসেই গেল। যতদিন যাচ্ছে শপিং মল গুলোও ব্যাস্ত হয়ে উঠছে। আর আমাদের অবস্থা?? প্রায় মাস খানেক ধরে হিসাবের খাতা খুলে বসেছি। বাজারের নয়া ফ্যাশনগুলো নিয়ে রীতিমত বিশ্লেষণ চলছে। কারও কারও হয়ত ঈদ বাজার নিয়ে থিসিস প্রায় শেষ। এবার কেনাকাটার পালা। প্রতিবারের মত এবারও নতুন জামা-কাপড় কিনবো। কেউ কেউ হয়ত ৩-৪টা করেও। সত্যি বলতে, নতুন কাপড় ছাড়া ঈদ কি সম্ভব?

 

আচ্ছা সেই ছেলেটা, যে কিনা প্রতিদিন বিকালে লেকের পাড়ে আপনার-আমার কাছে থেকে ২টাকা চায়, ভাত খাবে বলে। তাঁর কি ঈদ নেই? সেই মেয়েটার কথা ভুলছেন কেন? যে কিনা ২টা ফুল নিয়ে প্রতিদিন আমাদের পিছন পিছন ঘুরে, সে কি ঈদে নতুন জামা পায়? রেলস্টেশনের বেঞ্চিতে শোয়া, উদাম ছেলেটাকে কি কখনো জিজ্ঞেস করি, শেষ কবে নতুন জামা পড়েছে?  (বিস্তারিত…)

শুভ জন্মদিন ‘কাকা’।

অনেক ছোট্টবেলা থেকে যার খেলা দেখে ফুটবল কি তা জেনেছি, সে হলো রিকার্ডো আইজেকসন ডস সান্টোস লেইটি। সবাই যাকে “কাকা” নামে চিনে। শুধু আমি না, আমার মত অনেকেই হয়ত ফুটবলের প্রতি ভালোবাসা জন্মেছে এই মানুষটির জন্য। আর তার ভক্ত না হয়ে উপায় আছে, যার ফুটবল ক্যারিয়ার অন্য সবার চেয়ে একটু হলেও আলাধা। আমার দেখা সেরা ‘প্লেমেকার’ই নয়, রেকর্ডের ঠাঁসা তাঁর পুরোটা জীবন। ফুটবলের এমন কোন ট্রপি নাই, যাতে কাকার স্পর্শ পড়েনি। (বিস্তারিত…)

ফুটপাত এবং আমরা…(১)

১. ২৫শে ডিসেম্বর, ২০১২। সময়: সকাল ১০.৩০। স্থান: তেজগাঁও থানার সামনের ফুটপাত। তুমুল ঝগড়া চলছে দুই-জনের। দেখে বুঝা গেল একজন কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কাঁধে ব্যাগ। অন্যজনের (মটর-সাইকেল আরোহী) গলার ক্ষীপ্রতাই বলে দেয় উনি প্রভাবশালী কিংবা নেতা টাইপের। আঙ্গুল উচিয়ে শ্বাসানো হচ্ছে ছাত্রকে। বুঝানো হচ্ছে তার স্টাটাস।

২. ৮ই ফেব্রুয়ারি, ২০১৩। সময়: বিকাল ৪টার একটু পর। স্থান: রমনা পার্কের সামনের ফুটপাত। ফুটপাতের একপাশে দারিয়ে আছেন শাহরিয়ার ভাই। পাশদিয়ে র্দূদান্ত গতিতে ছুটে চলে গেল ৫-৬টা মটর-সাইকেল। তখনই বুঝাগেল শাহরিয়ার ভাইয়ের দারিয়ে থাকার কারণ। (বিস্তারিত…)

আমরা তোমাদের ভুলব না।

২০১২ সাল। আমরা হারিয়েছি বাংলাদেশের সেরা কিছু সন্তানকে। তাদেরকে নিয়েই লেখাটা। এই বছর আমরা হারিয়েছি অভিনেতা হুমায়ুন ফরিদী, শিল্পী সফিউদ্দিন আহমদ, অধ্যাপক মোজাফফর আহমদ,  কথাশিল্পী হুমায়ুন আহমদ, চলচিত্র র্নিমাতা সুভাষ দত্ত, শিক্ষাবিদ খান সরোয়ার মুরশিদ, নজরুলশিল্পী সোহরাব হোসেন সহ অনেককেই। আমাদের শিল্প-সংকৃতি, শিক্ষাক্ষেত্রে যাদের অবদান ভুলার নয়।

   অভিনেতা হুমায়ুন ফরিদী। ২৯ মে ১৯৫২ ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন। এরপর তিনি গণমাধ্যমে অনেক নাটকে অভিনয় করেন। ১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন ফরীদি। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে সম্মাননা প্রদান করেন। তিনি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরন করেন। (বিস্তারিত…)

জয়তু শাহবাগ, জয়তু প্রজন্ম….

“ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজাকারের ফাঁসি চাই”। স্লোগানে স্লোগানে কাঁপছে শাহবাগ, কাঁপছে পুরো দেশ, পুরো পৃথিবী। স্লোগান চলছে ক্লান্তিহীন, রাত-দিন। কন্ঠে কন্ঠ মিলিয়ে, বয়সের বাঁধা ডিঙিয়ে নবীন-প্রবীন একসাথে।

৫২, ৬৯, ৭১ কোনটাই দেখিনি আমরা, এই প্রজন্ম। ২০১৩ দেখলাম। দেখালাম পুরো পৃথিবীকে। রাজাকারের ফাঁসির দাবীতে ’৭১ ফিরে এল আবার। বাঙালী প্রাণের দাবী নিয়ে একহল আরেকবার। (বিস্তারিত…)

হারানো ব্লগ এবং কিছু কথা।

ব্লগিং-এর জগতে এসেছি ৩ বছর হয়ে গেল। আর ব্লগিং-এর সাথে পরিচয় তারও অনেক দিন আগে থেকে। ব্লগ পড়তাম, ভালো লাগত। আর ভালোলাগা থেকেই নিজের একটা ব্লগ খোলার ইচ্ছার জন্ম। আর ইচ্ছাটাকে পূর্ণতা দিতেই Blogspot-এ প্রথম নিজের ব্লগ খুলি।  চেষ্টা করতাম নিয়মিত কিছু লিখার।

এর পর ওনেকের দেখা দেখি প্রথম-আলো ব্লগ, শব্দনীড়, প্রজন্মব্লগ, আমারব্লগ সহ আরো কিছু ব্লগে মাঝে-মধ্যে লিখার চেষ্টা করি। চেষ্টাটা এখনো আছে। (বিস্তারিত…)

অদিতির স্পর্শতা…

স্মৃতিগুলো যখন অনুভূতির সাথে
মিশে একাকার , তখন বারবার
অদিতির এলোচুলের ঘ্রাণ পাই ,
নিসঙ্গ কোন পূর্ণিমার রাতে
যখন আকাশে হাজার তারার পশরা
চাঁদের আলোয় শ্রুভ্র চারপাশ
অথচ অকৃত্তিম হাসনাহেনার গন্ধ
অস্তিত্তের স্পর্শ্বতা দেয় বারবার ।

(বিস্তারিত…)